শিরোনাম
‘আগামী অধিবেশনেই সড়ক পরিবহন আইন পাস হবে’
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৬:৪৩
‘আগামী অধিবেশনেই সড়ক পরিবহন আইন পাস হবে’
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বহুল প্রত্যাশিত সড়ক পরিবহন আইন পাসের জন্য আগামী অধিবেশনে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য আইনটি আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদে উঠবে।


মঙ্গলবার দুপুরে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।


তিনি বলেন, সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও সচেতন করার জন্য সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হচ্ছে। এই আইনটি ছিল জাতির প্রত্যাশা। ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ৩৪ বছর পর সড়ক পরিবহন আইনটি পাস হতে যাচ্ছে। যাতে দুর্ঘটনা না ঘটে তাই মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি স্থানে ডিভাইডার নির্মাণ ও মেরামত করা হচ্ছে বলেও জানান তিনি।


বিবার্তা/রাসেল/জেমি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com