শিরোনাম
ডিএমপি’র অফিসিয়াল পেজকে ফেসবুকের স্বীকৃতি
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৫:১৪
ডিএমপি’র অফিসিয়াল পেজকে ফেসবুকের স্বীকৃতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজকে (Dhaka Metropolitan Police-DMP) স্বীকৃতি দিয়েছে ফেসবুক। মঙ্গলবার অফিসিয়াল পেজটির নামের পাশে ‘ভেরিফাইড ব্লু ব্যাজ’ দৃশ্যমান হয়। ফলে ডিএমপির অথেনটিক ফেসবুক পেজ হিসেবে স্বীকৃতি পেল এটি।

 

এদিকে, এমন অর্জনে পেজের সকল ফলোয়ার ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

 

উল্লেখ্য, গণমুখী পুলিশিংয়ের মাধ্যমে নগরবাসী এবং পুলিশের মধ্যে সেতুবন্ধনের উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ। সরাসরি নগরবাসীর কাছে বিভিন্ন পরামর্শ ও সেবা দ্রুত পৌঁছে দিতে একটি কার্যকর অনুষঙ্গ হিসেবে কাজ করছে এই ফেসবুক পেজ। বর্তমানে ডিএমপির অফিসিয়াল পেজের ফলোয়ার সংখ্যা এক লাখ ৩৬ হাজারেরও বেশি। নতুনভাবে সংযুক্ত হচ্ছেন আরো অনেকে।

 

বিবার্তা/খলিল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com