যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন আগের দায়িত্বেই
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ২২:১৫
যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন আগের দায়িত্বেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদেরকে শপথবাক্য পাঠ করান।


শপথ গ্রহণের পর নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভায় আগের দায়িত্বেই রয়ে গেছেন কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী।


আগের দায়িত্বেই রয়েছেন যারা


আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেই রয়েছেন, ওবায়দুল কাদের রয়েছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে রয়েছেন আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তাজুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার রয়েছেন খাদ্য মন্ত্রণালয়ে।


এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন নসরুল হামিদ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বেই রয়েছেন জুনাইদ আহমেদ পলক।


অন্যদিকে ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েই রয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গতবারের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com