শিরোনাম
বর্তমান সরকার বিদেশ থেকে টাকা আনে না : এনবিআর
প্রকাশ : ১৮ মার্চ ২০১৭, ১৪:২০
বর্তমান সরকার বিদেশ থেকে টাকা আনে না : এনবিআর
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে বিদেশ থেকে টাকা আনে না।


শনিবার সকালে বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি ও রাজস্ব প্রদানে উৎসাহিত করতে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের আমদানী-রফতানীকারক এবং সিএন্ডএফ এজেন্টদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে বিদেশ থেকে টাকা আনে না। বিদেশী টাকা আনতে গেলে নাকে ক্ষত দিতে হয়। আমরা স্বাধীন জাতি হিসেবে নাকে ক্ষত দিয়ে বিদেশ থেকে টাকা আনবো না।


আবুল কালাম আজাদ বলেন, শেরপুর জেলাকে ইকোনোমিক জোন হিসেবে গড়ে তুলার ব্যাপক সম্ভবনা রয়েছে। তাই উদ্যোগক্তাদের আহ্বান করছি আপনারা শেরপুরকে ইকোনোমিক জোন গড়ে তুলার চেষ্টা চালিয়ে যান।


মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক গাজী মো. আলী আকবর।


আরো বক্তব্য দেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন শিকদার, চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ, আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।


বিবার্তা/সানী/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com