শিরোনাম
১৫ আগস্টের শহীদদের কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ১৩:৫২
১৫ আগস্টের শহীদদের কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করেন।


২৭ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করেন।


সেখানে তিনি প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি সেখানে কবর জিয়ারত করেন। পরে ফাতেহা এবং দোয়া মোনাজাত করা হয়।


মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মী ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট এর সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।


মোনাজাতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


পরে রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট এ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।


বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্য শহীদদের কবর দেয়া হয়।


১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু, তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তাদের তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য ও তার তিন নিকটাত্মীয়কে বিক্ষুব্ধরা হত্যা করে।


রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/সানজিদা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com