শিরোনাম
রাষ্ট্রপতির সাথে তিন দলের বৈঠক সোমবার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ২২:৩৯
রাষ্ট্রপতির সাথে তিন দলের বৈঠক সোমবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। দল তিনটি হলো বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও গণফ্রন্ট। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাতে রবিবার বাসস এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে আলোচনার জন্য গত ১২ জানুয়ারি আটটি রাজনৈতিক দলের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়। ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি খেলাফত মজলিস, জমিয়ত-ই-উলেমা-ই-ইসলাম বাংলাদেশ এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ মুসলিম লীগ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সাথে আলোচনা করবেন।


নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং এরই অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর তিনি বিএনপি’র সাথে আলোচনা করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ এ পর্যন্ত তিনি ২৩টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন।


কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হবে। একারণে রাষ্ট্রপতি এই সংলাপের উদ্যোগ নিয়েছেন।


বিবার্তা/আকবর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com