শিরোনাম
আইএসএন পাইওনিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রফেসর হারুন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৭, ১৮:২২
আইএসএন পাইওনিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রফেসর হারুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

উন্নয়নশীল দেশে কিডনি রোগ প্রতিরোধ ও চিকিৎসায় অগ্রণী ভূমিকা রাখায় ‘আইএসএন পাইওনিয়ার অ্যাওয়ার্ড ২০১৭’ পাচ্ছেন বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর হারুন আর রশিদ।


বাংলাদেশে কিডনি রোগীদের চিকিৎসা প্রদানের পাশাপাশি কিডনি ট্রান্সপ্ল্যান্ট, রোগ প্রতিরোধে গবেষণা, প্রশিক্ষণ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখার জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।


১৫২টি দেশের কিডনি রোগ বিষয়ক চিকিৎসকদের অলাভজনক শীর্ষ সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আইএসএন) এই পুরস্কার দিচ্ছে।


আইএসএন সভাপতি আদিরা লেভিন ও অনুষ্ঠান সমন্বয়ক জন ফিহালি সম্প্রতি এক চিঠিতে বলেন, অধ্যাপক হারুন আর রশিদের এসব অবদানকে স্বীকৃতি দিয়ে চলতি বছর দক্ষিণ এশিয়ায় নেফ্রোলজি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই পুরষ্কার প্রদান করা হবে। এছাড়াও এপ্রিলে মেক্সিকোতে ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব নেফ্রোলজিতে (ডব্লিউসিএন) প্রফেসর হারুন অর রশিদকে বিশেষভাবে সম্মাননা জানানো হবে।


প্রফেসর হারুন আর রশিদ বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান। তিনি সোসাইটি অব অর্গান ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশ (এসওটি) ও মিরপুরে গড়ে ওঠা আধুনিক মানের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি।


বিবার্তা/বিজ্ঞপ্তি/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com