শিরোনাম
জঙ্গিরা গোয়েন্দা নজরদারিতে: বেনজীর
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৭, ১৪:৫৩
জঙ্গিরা গোয়েন্দা নজরদারিতে: বেনজীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে যেসব জঙ্গি রয়েছে সবাই গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।


বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিউএজ পত্রিকার ফটোসাংবাদিক আলা হোসেন মিন্টুর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


বেনজীর আহমেদ বলেন, দেশে যেসব জঙ্গি রয়েছে তাদের খুঁজে বের করা হবে। এটা একটি চলমান পক্রিয়া। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সময়ের সাথে সাথে জঙ্গি তালিকাও হালনাগাদ করা হচ্ছে।


জেএমবিদের পেছনে রাজনৈতিক কোনো শক্তি কাজ করছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাকে রাজনৈতিকভাবে দেখলে চলবে না। রাজনীতিবিদরা রাজনীতির দিক চিন্তা করবেন। আমাদের কাজ জঙ্গিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা। আর এই লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।


জঙ্গিরা যাতে কখনো বড় ধরনের হামলা, নাশকতা বা সংগঠিত হতে না পারে সে দিকটা নজর রেখে র‌্যাব কাজ করছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, ইতিমধ্যে অনেক অর্থযোগান দাতাকে গ্রেফতার করা হয়েছে। অনেক অর্থও উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ যোগানদাতারা যাতে কাজ না করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।


বিবার্তা/খলিল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com