শিরোনাম
ডিআরইউতে চলছে শেষ মুহূর্তের ভোটগ্রহণ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ১৬:৫৩
ডিআরইউতে চলছে শেষ মুহূর্তের ভোটগ্রহণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুরু হয়েছে বুধবার সকাল ৯টায়। বিরামহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন চলছে শেষ মুহূর্তের ভোটগ্রহণ।


ফলে এ পর্যায়ে ডিআরইউ কার্যালয়ের সামনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। জয়-পরাজয় নিয়ে চলছে নানা বিশ্লেষণ।


বিকাল ৪টায় সরেজমিনে দেখা যায়, ডিআরইউ কার্যালয়ের সামনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের সমর্থকরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটারদের স্বাগত জানাচ্ছেন। তবে ভোটারের উপস্থিতি অনেক কম দেখা গেছে। কোনো একজন ভোটার ভোট দিতে আসলেই তাকে সবাই নিজের প্রার্থীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।


ডিআরইউ নির্বাচনে এবার ১ হাজার ৩৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে বিকাল ৪টা পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে তা জানা যায়নি।


ভোটকে কেন্দ্র করে ডিআরইউ কার্যালয়ের সামনে সাংবাদিকদের উপড়েপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও ডিআরইউ এলাকা পুরোটাই পোস্টারে ছেয়ে গেছে।


ডিআরইউ নির্বাচনে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তার সাথে নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ কমিশনের সদস্য হিসেবে কাজ করছেন।


এবারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী- মোস্তাক আহমেদ, সাখাওয়াত হোসেন বাদশা ও মাহমুদুর রহমান খোকন।


সহ-সভাপতি পদে রয়েছেন আনিসুর রহমান খান (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), শহিদুল ইসলাম (এসবিসি৭১ডটকম), আবু দারদা জুবায়ের (এটিএন বাংলা) ও ওসমান গনি বাবুল (অনলাইন টেলিভিশন চ্যানেল ২৬)।


সাধারণ সম্পাদক পদে আছেন, বাসসের দুই সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী ও সৈয়দ শুকুর আলী শুভ। যুগ্ম সম্পাদক পদে দীপ্ত টেলিভিশনের শাহনাজ শারমিন ও দৈনিক খোলা কাগজের তোফাজ্জেল হোসেন।


সাংগঠনিক সম্পাদক পদে ইনকিলাবের আফজাল বারী, নয়া দিগন্তের জিলানী মিল্টন ও আরটিভির ফারুক খান। দফতর সম্পাদক পদে যমুনানিউজডটকমের নয়ন মুরাদ ও সময়নিউজডটকমের জেহাদ হোসেন চৌধুরী।


প্রচার ও প্রকাশনা দফতর সম্পাদক কাফী কামাল (মানবজমিন) ও আমিনুল হক ভূইয়া (নবচেতনা)। সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (আলোকিত সময়), এমদাদুল হক খান (সকালের খবর)।


নারী বিষয়ক সম্পাদক সুমী খান (সূর্যবার্তা২৪ডটকম) ও দিনার সুলতানা (বিটিভি)।প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াত (খোলা কাগজ) ও আহমেদ সিরাজ এবং আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন (সংগ্রাম) ও আবু জাফর (জনতা)।


অন্যদিকে, ৭টি কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন ১০ জন। তারা হলেন, এসএমএ কালাম (নতুনবার্তাডটকম), সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), হাবীব রহমান (মানবকণ্ঠ), সাঈদ খান (বৈশাখী), নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ২৪ডটকম, সাইফুল ইসলাম (জিটিভি, আনিসুর রহমান নুর (নিউনেশন), রিমন মাহফুজ (আমাদের অর্থনীতি), আসলাম রহমান (ভোরের কাগজ)।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com