শিরোনাম
জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ১৪:৩৫
জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর
বিবার্তা প্রতিদেক
প্রিন্ট অ-অ+

আগামী ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইলেকট্রনিক পদ্ধতিতে এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য মোস্তফা জব্বারকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-মো. মোস্তফা-ই-জামিল, জাফল ইকবাল, শাহ আলমগীর ও মো. নাসির উদ্দিন।


জাতীয় প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে টানানো সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।


ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৯ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ ডিসেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৪ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com