শিরোনাম
সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৮ সাংবাদিক খালাস
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ১৯:৪৫
সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৮ সাংবাদিক খালাস
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে মানহানির মামলায় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামানসহ আট সাংবাদিক আদালত থেকে খালাস পেয়েছেন।


সোমবার মামলার বাদী চেয়ারম্যান খলিলুর রহমান আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির আবেদনের শুনানি শেষে মামলা প্রত্যাহরের আবেদন গ্রহণ করে আসামিদের খালাস দেন।


মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান খলিলুর রহমান দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামানসহ বিভিন্ন পত্রিকার প্রকাশক, প্রতিনিধিসহ ৮জন সাংবাদিকের নামে মানহানি মামলা করেন।


এ মামলার অপর আসামিরা হলেন- খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের প্রকাশক ও সম্পাদক মোস্তফা সরোয়ার, কেশবপুর প্রতিনিধি রাবেয়া ইকবাল, যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রভাতফেরীর (বর্তমানে বন্ধ) সম্পাদক ফকির শওকত, দৈনিক গ্রামের কণ্ঠের প্রধান সম্পাদক কেএম মুজিবুর রহমান, কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান হোসেন, দৈনিক স্পন্দনের কেশবপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদের কেশবপুর প্রতিনিধি শামসুর রহমান।


সোমবার মামলার ধার্য দিনে মামলার বাদী চেয়ারম্যান খলিলুরর রমহান আদালতে হাজির হয়ে মামলা প্রত্যারের আবেদন করেন। বিচারক আবেদনের শুনানি শেষে মঞ্জুর করে আসামিদের ২৪৮ধারায় সকল আসমিকে খালাস দেয়ার আদেশ দেন।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com