শিরোনাম
বিবিসিতে নতুন ১১টি ভাষা বিভাগ চালু
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৩:৫৪
বিবিসিতে নতুন ১১টি ভাষা বিভাগ চালু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কার্যক্রম বর্ধিতকরণের অংশ হিসেবে ১১টি নতুন ভাষা বিভাগ চালু করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। ১৯৪০ সালের পর এটিই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সবচেয়ে বড় সম্প্রসারণ।


গতবছর যুক্তরাজ্য সরকার বিবিসির তহবিল বাড়ানোর ঘোষণা দেয়ার ফলে সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এই নতুন ভাষা বিভাগগুলো চালুর ঘোষণা দেয়া হয়।


বিবিসির নতুন ভাষা বিভাগের মধ্যে রয়েছে- আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রচলিত কয়েকটি ভাষা- আফান ওরোমো, আমহারিক, ইগবো, তিগরিনিয়া এবং ইয়োরুবা।


ভারতে প্রচলিত চারটি ভাষার বিভাগ চালু হচ্ছে- গুজরাতি, মারাঠি, পাঞ্জাবি এবং তেলেগু। এছাড়াও চালু হচ্ছে কোরিয়ান এবং পিজিন ভাষা বিভাগ।


নতুন ভাষা বিভাগগুলোর মধ্যে প্রথম কয়েকটি ২০১৭ সালেই চালু হবে। বিবিসির মহাপরিচালক টনি হল এক বার্তায় বলেছেন, এটি বিবিসির জন্য একটি ঐতিহাসিক দিন এবং ১৯৪০ সালের পর এটিই বিবিসির সবচেয়ে বড় সম্প্রসারণ।


তিনি বলেন, ‘শতবর্ষের দিকে এগিয়ে যাওয়া বিবিসির লক্ষ্য হচ্ছে আমাদের স্বাধীন, নিরপেক্ষ সাংবাদিকতা এবং বিশ্বমানের বিনোদন বিশ্বের ৫০ কোটি মানুষের কাছে নিয়ে যাওয়া। এবং সেই লক্ষ্যের দিকে আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।


নতুন ভাষাগুলো মিলিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ইংরেজিসহ মোট ভাষা বিভাগের সংখ্যা দাঁড়াবে ৪০ টিতে।


২০২২ সালে বিবিসির শতবর্ষ পূর্তির আগেই সারাবিশ্বের ৫০ কোটি মানুষের কাছে বিবিসিকে পৌছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন সংস্থার মহাপরিচালক লর্ড হল।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com