শিরোনাম
লামায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১০:৫৬
লামায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক লামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত সোমবার সন্ধ্যায় জনতা ব্যাংকে নৈশপ্রহরী ছুরিকাহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন তিনি।


মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনতা ব্যাংকের নৈশপ্রহরী ছুরিকাহত, ফাঁসিয়াখালী ইউনিয়নে অপহরণ ও বনপুর এলাকায় বহিরাগত কর্তৃক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা, লামা-ফাঁসিয়াখালী সড়কে ডাকাতি, এলাকায় ভূমি বিরোধ, মাদক নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষাসহ সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ব্যাপক আলোচনা হয়।


সভায় বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আলী আক্কাছ, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী, সহকারী পুলিশ সুপার আল মাহমুদ হাসান, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাবান তহুরা, অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক বলেন, জাতির বিবেক সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাৎক্ষণিক ঘটনাসমূহ সম্পর্কে ভালোভাবে জেনে লেখা উচিত।


বিবার্তা/আরমান/জেমি/জিয়া্


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com