শিরোনাম
‘সৎ সাংবাদিকের অভাবে গণতন্ত্র সংকটে’
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ১৯:০৮
‘সৎ সাংবাদিকের অভাবে গণতন্ত্র সংকটে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন বলেছেন, আমাদের দেশে মিডিয়া বেড়েছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন মিডিয়া অনেক হয়েছে। কিন্তু মান দিন দিন কমে যাচ্ছে।


তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক সাংবাদিক কমে আসছে। এদেশের সাধারণ মানুষ গিয়াস কামাল চৌধুরী, এবিএম মুসা, আতাউস সামাদের মত দেশবরেণ্য সাংবাদিকদের শ্রদ্ধা করতো, কিন্তু সাংবাদিকের কথা শুনলে ভয় পায়। তাদের মিছিলে দৈনিক মুক্ততথ্যের সম্পাদক ও প্রকাশক আব্দুল মাজেদ একজন সৎ সাংবাদিক ও সম্পাদক হিসেবে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন।


তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। অতি অল্প বয়সে চিকিৎসার অভাবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রাষ্ট্র বা বিত্তবানরা তার পাশে দাড়ায়নি। অথচ যারা হলুদ সাংবাদিকতা করে তাদের গাড়ি-বাড়ি বিত্তের অভাব নেই। আর সৎ সাংবাদিকদের মাথা গোজার ঠাঁই নেই।


বুধবার বিকেলে তৃণমুল নাগরিক আন্দোলনের উদ্যোগে দৈনিক মুক্ততথ্যের সম্পাদক ও প্রকাশক আব্দুল মাজেদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।


সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম, মুক্ততথ্যের সহ-সম্পাদক মিলন মল্লিক, সংগঠনের নেতা খোকন মিয়া ও কালামসহ প্রমুখ।


সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com