শিরোনাম
চট্টগ্রামের সাংবাদিক হেলাল হুমায়ুনের ইন্তেকাল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ২০:৩৬
চট্টগ্রামের সাংবাদিক হেলাল হুমায়ুনের ইন্তেকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্তের চট্টগ্রাম ব্যুরোচীফ হেলাল হুমায়ুন (৬০) আর নেই। রবিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে রোগে আক্রান্ত ছিলেন।


১৯৮২ সালে সাংবাদিকতা পেশায় যোগদান করে তিনি। দীর্ঘ সাংবাদিকতা জীবনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।


এছাড়া তিনি দৈনিক দেশবাংলা, দৈনিক অর্থনীতি ও খবরপত্রসহ বিভিন্ন জাতীয় দৈনিকের চট্টগ্রাম ব্যুরোচীফের দায়িত্ব পালন করেছেন। তিনি অসংখ্য প্রবন্ধ ও বই লিখেছেন।


মরহুম হেলাল হুমায়ুনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে তালগাঁ গ্রামে। তার জন্ম ১৯৫৬ সালে ৬ জুলাই। তার পিতা কবি হাকীম ইসমাঈল হিলালী ছিলেন উর্দু ভাষার কবি ও হেকিম।


সোমবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ মসজিদে হেলাল হুমায়ুনের জানাজা অনুষ্ঠিত হবে। সকাল ১১ টার দিকে তার লাশ চট্টগ্রাম প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে তার গ্রামের বাড়ি সাতকানিয়ায় নিয়ে যাওয়া হবে। বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হবে।


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com