শিরোনাম
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা
লামা প্রেসক্লাবের নির্মানাধীন ভবন জবরদখলের চেষ্টা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:১৬
লামা প্রেসক্লাবের নির্মানাধীন ভবন জবরদখলের চেষ্টা
নুরুল করিম আরমান, লামা
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় রাতের আঁধারে কতিপয় ভূমিদস্যুর ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রেসক্লাবের ভূমিদখলের চেষ্টা চালায়। তবে স্থানীয়দের প্রতিবাদের মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার গভীর রাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রেসক্লাবের অনুকূলে নির্মানাধীন ভবনের একাংশে বিদ্যমান ১৪৪ ধারা ভঙ্গ করে দখলের ব্যর্থ চেষ্টা চালায় ভূমিদস্যু চক্রটি।


খবর পেয়ে লামা পৌর শহরের ব্যবসায়ী ও স্থানীয়রা তাড়া করলে রাতের আঁধারে দখলদার সন্ত্রাসীরা পালিয়ে যায়। দখলদার এ চক্রটি এর আগেও নির্মানাধীন ক্লাব ভবনটি দখল করার চেষ্টা করলে লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন।


জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর মৈত্রী কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৬ বছর আগে ১৯৯০ সালে এলাকার সাংবাদিকদের মেলবন্ধন হিসেব লামা প্রেসক্লাবটি নির্মাণ করা হয়। ক্লাবের তিনটি বাজার ফান্ড প্লটের জমিদাতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আলহাজ্ব মো. আলী মিয়ার ছেলে মো. ইউছুফ আলী ও লামা পৌরসভা এলাকার হরিণঝিরি বাসিন্দা ও তৎকালীন ইউপি সদস্য আবদুল লতিফের ছেলে নজরুল ইসলাম। নামেমাত্র মূল্যে লামা প্রেসক্লাবকে দানপত্র করায় দুটি প্লটে প্রেসক্লাবের ২তলা ভবন নির্মিত হয়।


অপর দিকে, ২০০৫-৬ অর্থ সালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ক্লাবের সেফ্টি ট্যাঙ্কির উপর থাকা খালি অপর প্লটটির উন্নয়ন কাজ শুরু হয়। ২০০৭ সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা (লামা উপজেলার সাবেক কানুনগো) আবদুল লতিফের ছেলে নজরুল ইসলাম প্লটের মালিকানা দাবি করে আপত্তি দেয়। সম্প্রতি এ গ্রুপটি জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন প্রেসক্লাবের ভবনটি দখল করার চেষ্টা করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্লটের ওপর ১৪৪ ধারা জারি করে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ উপেক্ষা করে নজরুল ইসলামের নেতৃত্বে শুক্রুবার রাতে নির্মানাধীন ভবনটি দখল করার প্রস্তুতি নেয়। খবর পেয়ে স্থানীয়রা তাড়া করলে ভাড়াটিয়া দখলদার সন্ত্রাসীরা পালিয়ে যায়।


এ বিষয়ে লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, ১৯৯০ সাল থেকে লামা বাজারের ২৭৩নং প্লটটি প্রেসক্লাবের দখলে আছে। শুধু তাই নয়, প্লটের ওপর বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে সম্প্রসারিত প্লটের ওপর একটি পাকা ভবন নির্মাণ করা হয়। শুক্রবার রাতে প্রেসক্লাবের প্লট দখল চেষ্টার বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


বিবার্তা/আরমান/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com