শিরোনাম
নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ২০:২৯
নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবার সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা হয় বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।


সভায় নবম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দ্রুত ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।


ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করার বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে সরকারি ভাষ্যে বলা হয়েছে।


প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলাম, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।


সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি চাকুরেদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার। এরপর থেকেই সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সরকারি বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছে।


সর্বশেষ ২০১২ সালে সংবাদপত্রের কর্মীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছিল সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড। পরের বছর অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়।


বিবার্তা/মনোজ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com