শিরোনাম
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৯:০৯
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দুর্গাপুর রিপোর্টাস ইউনিটের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে দুর্গাপুর রিপোর্টাস ইউনিটের অস্থায়ী কার্যলয়ে এক প্রতিবাদ সভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করা হয়।


এ সময় শহিদুল ইসলাম নামে এক হামলাকারীকে গ্রেফতারের পর তাকে থানায় ‘জামাই আদরে’ রাখারও নিন্দাও জানানো হয়।


সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর রিপোর্টাস ইউনিটের সভাপতি মিজান মাহী। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম শাহাজামাল।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুর্গাপুর রিপোর্টাস ইউনিটের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, দফতর সম্পাদক রুস্তম আলী সোহাগ, সদস্য আসাদুল ইসলাম, রাব্বি হাসান, আব্দুর নুর তুষার, শামীম হাসান প্রমুখ।


উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে স্থানীয় দৈনিক সোনার দেশের প্রধান প্রতিবেদক তানজিমুল হক ও অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেটের রাজশাহী ব্যুরো প্রধান রিমন রহমানের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ শহিদুল ইসলাম ওরফে শহিদুল বালি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।


বিবার্তা/রিমন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com