লালন স্মরণে শিল্পকলায় টানা তিনদিনের আয়োজন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০১:০০
লালন স্মরণে শিল্পকলায় টানা তিনদিনের আয়োজন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক হিসেবে সমধিক পরিচিত লালন সাঁই। তার বাণীতে রচিত হয়েছে অসংখ্য গান, যার সুর সৃষ্টিকারী ও গায়কও ছিলেন তিনি। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ, এমনকি বিশ্বেও ছড়িয়েছে তার আধ্যাত্মিকতা ও বাউল দর্শন।


১৭ অক্টোবর, বৃহস্পতিবার লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস। দার্শনিক ও আধ্যাত্মিক ফকির সাধক মহাত্মা লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে তিনদিনের অনুষ্ঠান পরিকল্পনা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ এ আয়োজনের বিস্তারিত জানিয়েছে।


১৭ অক্টোবর আয়োজনের প্রথম দিনে সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে থাকবে ‘আশাসিন্ধু তীরে’।


গানে ও তত্ত্বে ফকির লালনকে উপস্থাপন করবেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী।


অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।


সেদিন স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।


দ্বিতীয় দিন ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামে আয়োজন করা হবে সাধুমেলা।


এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।


১৯ অক্টোবর অর্থ্যাৎ তৃতীয় ও শেষ দিন বিকাল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে প্রথম পর্বে থাকবে ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শিরোনামে আলোচনা অনুষ্ঠান।


এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।


মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক আবদুল্লাহ-আল মামুন।


আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড.মোহাম্মদ আজম, লেখক ও সাংবাদিক এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ নাট্যকার এবং লেখক ও গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.শাহমান মৈশান।


এদিন প্রথম পর্বে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।


জাতীয় নাট্যশালা মিলনায়তনে দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা ৭টায়। দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’ শিরোনামে অনুষ্ঠান।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।


আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক ও কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদ এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com