
বিরিয়ানি খেতে কে না পছন্দ করে? বেশির ভাগ মানুষেরই পছন্দ এ খাবার। বিরিয়ানির নাম শুনলে অজান্তে জিবে জল চলে আসে।
নাম যদি হয় মাটন বিরিয়ানি, আর সেটা যদি তৈরি করা যায় ঈদের দিন, তাহলে তো কথাই নেই।
অনেকেই জানেন না কীভাবে রাঁধতে হয় এ খাবার। তাদের জন্য আমাদের আজকের এ রেসিপি।
উপকরণ:
বাসমতি চাল ১ কেজি,
খাসির মাংস ২ কেজি (মাঝারি টুকরো, হাড়সহ),
আদা বাটা ২ টেবিল চামচ,
রসুন বাটা ১ টেবিল চামচ,
দারচিনি ৩-৪টি,
সবুজ এলাচ ৮-১০টি,
কালো এলাচ ৪-৫টি,
লবঙ্গ ১/২ চা-চামচ,
জয়ত্রী গুড়া ১ চা-চামচ,
জয়ফল ১/২ চা-চামচ,
টকদই ১ কাপ, ঘি ৩-৪ কাপ,
শাহী জিরা ১/৩ চা-চামচ,
আলু (মাঝারি) ৩-৫টি,
পেঁয়াজ কুচি ১ কাপ,
পানি ৬ কাপ,
লবণ স্বাদ মতো,
গুঁড়োদুধ ২ টেবিল চামচ,
জাফরান ১ চিমটি,
আলু বোখারা ১০-১২টি,
ময়দা ২ কাপ।
প্রণালি:
প্রথমেই চাল ধুয়ে পানি ঝরাতে রেখে দিন। এবার মাংস ধুয়ে লবণ দিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে দিন। ২০ মিনিট পরে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
এবার শুকনো মরিচ, দারচিনি, এলাচ, জিরা, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, কাবাব চিনি এবং শাহি জিরাসহ সব মসলা গুঁড়ো করে নিতে হবে। এবার একটি হাঁড়িতে মাংস, গুঁড়ো করে রাখা মসলা এবং দই মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।
এবার অন্য একটি হাঁড়িতে ৬ কাপ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে ওঠা মাত্র চাল দিন।
চাল একটু ফুটে এলেই পানি ঝরিয়ে একটি পাত্রে সংরক্ষণ করুন। জাফরান কুসুম গরম পানিতে গুলিয়ে নিতে হবে।
চাল ঝরানো গরম পানিতে ঘি মিশিয়ে নিতে হবে। মাংসের হাঁড়িতে এবার একেক করে ভাজা আলু, পেঁয়াজ, আলু বোখারা এবং ঘি মিশ্রিত গরম পানি দিতে হবে।
এবার ওপরে চাল দিয়ে জাফরানের মিশ্রণ ঢেলে দিন এবং বাকি ঘি-মিশ্রিত গরম পানি দিয়ে দিন। মনে রাখতে হবে- পানি যেন চালের ওপরে না আসে। এবার ময়দা গুলিয়ে হাঁড়ির ঢাকনা দিয়ে ভালোমতো সিল করে চুলায় চড়িয়ে দিন।
কোনো ফাঁকা যেন না থাকে ময়দার গোলা একটু নরম করে নিয়ে তবেই ঢাকনা সিল করতে হবে। এক থেকে দেড় ঘণ্টা মাঝারি আচে রান্না করুন। ব্যাস তৈরি হয়ে গেল বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানি।
কাবাব এবং চাটনির সাথে পরিবেশন করুন মজাদার মাটন দম বিরিয়ানি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]