বাকৃবিতে জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০০:৫৫
বাকৃবিতে জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা BAUDS Intra 4.’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ী হয়েছে ‘জন্মভূমি অথবা মৃত্যু’ দল।


শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতার আয়োজন করে বাকৃবি ডিবের্টিং সংঘ (বাউডিএস)। এর আগে ৫ জুলাই অনুষ্ঠিত হয় ট্যাব রাউন্ড ও সেমিফাইনাল পর্ব।


প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে ‘বিপ্লব-পরবর্তী সময়ে মব সংস্কৃতির উত্থানে অনুতপ্ত’ প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরে মুখোমুখি হয় দুটি দল ‘জন্মভূমি অথবা মৃত্যু’ ও ‘দেশটা কারোর বাপের না’। তীব্র যুক্তি ও বিশ্লেষণের এই বিতর্কে শেষ পর্যন্ত ‘জন্মভূমি অথবা মৃত্যু’ দল বিজয়ী হয়।


প্রতিযোগিতায় অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির।


আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ড. শহীদুল হক বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছরের দুঃশাসন, আয়নাঘরে অমানবিক নির্যাতন ও বিচারহীনতার সংস্কৃতি জনগণের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। যখন নাগরিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন এবং অধিকার পদদলিত হয়, তখন এই ক্ষোভ পুঞ্জিভূত হয়ে এক সময় ‘মব’-এ রূপ নেয়। এটি কেবল রাষ্ট্রের ব্যর্থতা নয়, বরং জনগণের অসহায়ত্বের এক করুণ প্রতিচ্ছবি।


বিবার্তা/আমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com