কুমারখালীতে রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২২:২৪
কুমারখালীতে রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৫০ বছরেও পাকাকরণ হয়নি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চরাপাড়া গ্রামীণ রাস্তা। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। কর্দমাক্ত রাস্তায় যানচলাচল দূরের কথা হেঁটেও চলাচল করতে বিপাকে পরতে হয় এলাকাবাসীর।


১১ জুলাই, শুক্রবার বেলা ৩ টায় ওই রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে গ্রামের অন্তত ২শ নারী-পুরুষ শিশু।


জানা গেছে, বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চরাপাড়া নদীর উত্তর পাড় থেকে মাসুদ মোল্লার বাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থা। ওই পাড়ার অন্তত ২ হাজার অধিবাসীর বসবাস হলেও পাকাকরণের আশ^াসই শুনতে হয়েছে তাদের। কিন্তু আশ^াস আলোর মুখ দেখেনি ৫০ বছরেও। ফলে সামান্য বৃষ্টি হলে কাদাজলে দুর্ভোগে পরতে হয় স্কুলগামী শিশু,পরিবহন শ্রমিক, চাষী, কৃষি শ্রমিক ও উৎপাদিত ফসল ঘরে তোলা নিয়ে।


এ পাড়ার ভ্যানচালক মানিক শেখ বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা-পানি জমে। ভ্যানের চাকা ঘোরে না। উপার্জনও থাকে বন্ধ। এসময় ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়।


ষাটোর্ধ আনোয়ার হোসেন বলেন, নির্বাচন এলে প্রার্থীরা এ রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দেন। নির্বাচন চলে গেলে আর তাদের দেখা পাওয়া যায় না। রাস্তার কাদার কারণে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। মরার আগে রাস্তাটি পাকা দেখে যেতে চান তিনি।


ইয়ারজান বেগম বলেন, রাস্তার কাদাজলের কারণে শিশুরা স্কুলে যেতে চায় না, গেলেও সময়মতো স্কুলে পৌছাতে পারে না। অনেক সময় পা পিছলে কাদায় পড়ে গিয়ে বইখাতা, কাপড়চোপড় নষ্ট করে বাসায় ফেলে।


বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ, অবহেলিত রাস্তা এটি। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আশা করছি দ্রুতই রাস্তাটি পাকাকরণ হবে।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com