রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ মিছিল
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৪:৫৫
রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ মিছিল
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার মিটফোর্ডে যুবদল নেতার নেতৃত্বে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী চলমান সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।


শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। তারপর মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং ক্যাম্পাসের বাইরে আগারগাঁও মোর প্রদক্ষিণ শেষে আবার দ্বিতীয় ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "চাঁদাবাজদের ঠিকানা,এই বাংলায় হবে না", "খুনিদের ঠিকানা, এই বাংলায় হবে না", "ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না" , "জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো", "আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে", "মিডফোর্ডে খুন কেন,তারেক রহমান জবাব দে", "বিএনপির অনেক গুণ,১ বছরে দেড়শ খুন","যুবদলের অনেক গুণ,পাথর মেরে মানুষ খুন", ইত্যাদি স্লোগান দেন।


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, “রাজধানীর মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় প্রকাশ্য দিবালোকে একজন সাধারণ ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ব্যর্থতা বোঝায়। অপরাধীরা দিবালোকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, হত্যা এবং অত্যাচার বেড়ে যাচ্ছে।এতে দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এমন বাংলাদেশের জন্য ‘চব্বিশের জুলাই আন্দোলন’ করিনি।”


বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি শাখার সাবেক আহ্বায়ক মো: আসাদুল্লাহ বলেন," এই হত্যার দায় বিএনপিকেই নিতে হবে এবং এর সুনির্দিষ্ট জবাব যুবদল থেকে দিতে হবে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার এইসব ভিডিও ব্যবসা করলে চলবে না। সন্ত্রাসীদের এবং অপরাধীদের নিয়ন্ত্রণ করতে হবে। এদের বিচার করতে হবে। বর্তমান দেশে যে অরাজকতা চলছে,আমরা এসবের সুনির্দিষ্ট সমাধান চায়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ইন্টেরিমকে সুনির্দিষ্ট জবাব দিতে হবে।"


সমাবেশে এনসিপি এর কেন্দ্রীয় সদস্য এবং কৃষিবিদ উইং এর যুগ্ম সমন্বয়কারী মো: তৌহিদ আহমেদ আশিক বলেন বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি, অত্যাচার ভাইরাল হলে বা ঘটনাটি জাতীয় পর্যায় গেলে তখনিমাত্র বিএনপি অত্যাচারকারী, চাঁদাবাজদের নামেমাত্র বহিষ্কার করে।চাঁদাবাজদের গ্রেফতার করা হলে বিএনপি থানা ঘেরাও করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। আবারো সেই সকল ব্যক্তিরা চাঁদাবাজি করে।কেউ যদি চাঁদাবাজি করে বা অত্যাচার করে,তখন তাদের দলীয় পদের ক্ষমতার জোরেই করে। বিএনপি যদি চাঁদাবাজি, অত্যাচারকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ না করে , তাহলে জনগণ তাদেরকে বর্জন করবে। ৫ই আগস্টের পর আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পূরণে বিএনপিকে তাদের দল নিয়ন্ত্রণ করতে হবে।বিএনপি যদি তাদের দলকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ইতিহাসে থেকে যেমন জনগণ অন্যান্য দলকে ফেলে দিয়েছে,বিএনপিকেও তেমন এই দেশের মানুষ ভোট-ব্যালট এ বর্জন করবে।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেকৃবি শাখার সভাপতি আবুল হাসান বলেন "আপনারা জানেন ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার সন্ত্রাসীর মাধ্যমে মুজাহিদদের হত্যার করে তাদের লাশের উপর নৃত্য করে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসেছিলো। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসার আগেই দেড়শত খুন ইতোমধ্যে করে ফেলছে। মিটফোর্ডে একজন ভাংগাড়ির ব্যবসায়ীর কাছে তারা চাঁদা দাবি করে, এবং তাকে পাথর মেরে নৃশংস ভাবে হত্যা করে। এমন বর্বরোচিত হত্যা ইতোপূর্বে আওয়ামীলীগের আমলে দেখেছি। আওয়ামী লীগের আমলে বিশ্বজিৎকে মিডিয়া এবং সাধারণ মানুষের সামনে হত্যা করা হয়েছিল। এমন বর্বরোচিত হত্যার মধ্যদিয়ে বাংলাদেশে ক্ষমতার মসনদে বসে থাকা যায় না। এদেশের ছাত্রসমাজ লড়াই এর মাধ্যমে তাদের প্রতিহত করেছে। তাই আপনাদের বলতে চাই এইরকম বর্বরোচিত কাজ যদি আপনারা বন্ধ না করেন তাহলে বাংলাদেশকে ছাত্রসমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করবে ।"


উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন। ঘটনার পর এখন পর্যন্ত চারজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।


বিবার্তা/ফাহিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com