মিটফোর্ডের ঘটনায় রাজনৈতিক রং দেওয়া হচ্ছে: রিজভী
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৮:৪৯
মিটফোর্ডের ঘটনায় রাজনৈতিক রং দেওয়া হচ্ছে: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কেউ কেউ রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


শনিবার (১২ জুলাই) রাজধানীর উত্তরায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।


রুহুল কবির রিজভী বলেন, গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ, কোনো কোনো রাজনৈতিক দল ওই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।


প্রশ্ন রেখে তিনি আরও বলেন, এখানে দল কোথায় জড়িত? যেখানে দলের পদ-পদবি নিয়ে সংঘর্ষ হয়নি।


বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি একটি বৃহৎ পরিবার। কখনও কখনও ছিদ্রপথে দু’একজন দুষ্কৃতিকারী ঢুকে পড়তে পারে। কিন্তু দল কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কখনও কার্পণ্য করেন না।


তিনি বলেন, গত পরশু রাতে পাবনার সুজানগরে বিএনপির দুগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সে রাতেই তাদের বহিষ্কার করা হয়েছে।


প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। এরপর তার মরদেহের ওপর চলে বর্বরতা।


এ ঘটনায় নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com