
বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৩০ আগস্ট) ভোর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক সরোয়ার হাওলাদার জানান, এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আমার ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, জামাকাপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আফতাবী আলম জানিয়েছেন, সড়কের বেহাল অবস্থার কারণে সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি।ঘটনাস্থলে আমাদের পায়ে হেঁটে যেতে হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দ্রুত রাস্তাঘাট সংস্কার করে ফায়ার সার্ভিস চলাচলের উপযোগী করে তোলার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]