ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৮
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই ভিসা নিষেধাজ্ঞায় সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে পারবে না ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস।


শুক্রবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়া হবে না।


পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্তের আওতায় ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও) ও পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রায় ৮০ জন কর্মকর্তা ভিসা বাতিলের মুখে পড়বেন।


রয়টার্স বলছে, মাহমুদ আব্বাস নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেয়ার কথা ছিল। ওই সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা রয়েছে।


এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে মাহমুদ আব্বাসের দফতর। তারা বলেছে, এ সিদ্ধান্ত জাতিসংঘের ১৯৪৭ সালের ‘হেডকোয়ার্টারস অ্যাগ্রিমেন্ট’-এর লঙ্ঘন। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র সাধারণত বিদেশি কূটনীতিকদের জাতিসংঘে যোগ দেয়ার সুযোগ দেয়ার বাধ্যবাধকতায় রয়েছে। তবে ওয়াশিংটন বলছে, নিরাপত্তা, চরমপন্থা ও পররাষ্ট্রনীতির স্বার্থে ভিসা প্রত্যাখ্যান করার ক্ষমতা তাদের রয়েছে।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলও চরমপন্থাকে প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়েছে এবং একতরফাভাবে রাষ্ট্র স্বীকৃতির চেষ্টা করছে।


ফিলিস্তিনি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে বলছেন, কয়েক দশকের যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন আলোচনায়ও ইসরাইলি দখলদারিত্বের অবসান হয়নি বা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অগ্রগতি হয়নি।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আরও জানায়, জাতিসংঘ  স্থায়ী মিশনে দায়িত্ব পালন করা ফিলিস্তিনি মিশনের কর্মকর্তারা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com