সংবাদ সম্মেলনে বক্তারা
শরীয়তপুরের বাস যাত্রাবাড়ী যেতে বাধা, ৫ কোটি টাকা চাঁদা দাবি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৩:৫৪
শরীয়তপুরের বাস যাত্রাবাড়ী যেতে বাধা, ৫ কোটি টাকা চাঁদা দাবি
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো গাড়ি যাত্রাবাড়ী স্ট্যান্ডে গেলেই ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।


এঘটনায় শনিবার (১২ জুলাই) সকাল ১১ টায় শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ করেছে শরীয়তপুর সড়ক পরিবহণ মালিক গ্রুপ ও আন্ত: জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতারা।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শরীয়তপুর সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি ফারুক আহমেদ তালুকদার, আন্ত: জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার। এসময় বাস মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার থেকে আজ (শনিবার) পর্যন্ত শরীয়তপুর সুপার সার্ভিসের কোনো বাস যাত্রাবাড়ী স্ট্যান্ড পর্যন্ত যেতে পারছে না। গেলেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুবদল নেতা ফাহিমের লোকজন হামলা করছে। এতে দুই দিনে আমাদের অন্তত ৭টি বাস ভাঙচুর করে। এসময় কয়েক বাস চালক ও শ্রমিক আহত হয়। ফাহিম আমাদের কাছে এককালীন ৫ কোটি টাকা বা মাসিক ১০ লাখ টাকা দাবি করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করছি। পাশাপাশি তাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।


এদিকে চাঁদার দাবিতে বাস ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও যুবদল নেতা ফাহিমকে আইনের আওতায় আনার দাবি উঠেছে।


এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা ফাহিমের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগীরা যাতে আইনগত সহায়তা পেতে পারে এবং শরীয়তপুরের বাস যাতে নির্বিঘ্নে যাত্রাবাড়ীতে প্রবেশ করতে পারে এজন্য ডিএমপির উপপুলিশ কমিশনার ওয়ারীকে জানানো হয়েছে।


বিবার্তা/রোমান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com