
দেশ গাজায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ।
মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যা এবং সারা দেশে বিভিন্ন রাজনৈতিক শেল্টারে চলা চাঁদাবাজি, দখলদারিসহ নানান অপরাধ পরিস্থিতি নিয়ে শনিবার (১২ জুলাই) সকালে শাহবাগে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
দেশ গাজায় পরিণত হয়েছে উল্লেখ করে রিফাত রশিদ বলেন, রাজনৈতিক শেল্টার ছাড়া এসব অপরাধ-অপকর্ম সম্ভব নয়। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং বাস্তবতায় আসমান জমিন ফারাক।
নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি।
তিনি বলেন, ‘ট্যাগিং হাসিনা স্টাইল, এসব বহু আগেই বাংলাদেশের মানুষ ছুড়ে ফেলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। শিবির কিংবা জঙ্গি, বাংলাদেশবিরোধী নামের ট্যাগিং কেন করেন।’
ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টায় মশাল মিছিল বের করার ঘোষণা দিয়েছেন রিফাত রশিদ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]