
দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কয়েকটি বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে।
আলোচনা অব্যাহত রাখতে দুই পক্ষই আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী বৈঠক ভার্চুয়ালি কিংবা সামনাসামনি—দুই প্রক্রিয়াতেই হতে পারে। সময়-তারিখ খুব শিগগিরই নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। এছাড়া আরও অংশ নেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
তিনদিনের এই আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আশাবাদ প্রকাশ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
পুরো আলোচনার সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাণিজ্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব বৃহস্পতিবার (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজনে তারা আবারও আলোচনায় অংশ নিতে বিদেশে যাবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]