
সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকির ভিতর থেকে আট বছরের শিশু বায়জিদ ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে সেফটি ট্যাংকির ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে আশুলিয়ার জিরানীর কোনাপাড়া পুকুরপাড় এলাকার রোজেল মিঞার আট বছরের শিশু ছেলে বায়জিদ ইসলাম নিখোঁজ হয়। পরে খোজাঁখুজির এক পর্যায়ে পুকুরপাড় এলাকার বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকির ভিতরে তার লাশ দেখতে পাওয়া যায়। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। শিশুটির বাবা জানায়,পূর্ব শক্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার শিশু সন্তানকে হত্যা করে লাশ গুম করার জন্য সেফটি ট্যাংকের ভিতরে ফেলে যায়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আকরাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]