মেলান্দহে সংযোগ বিচ্ছিন্নের সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৯:২৪
মেলান্দহে সংযোগ বিচ্ছিন্নের সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে অব্যবহৃত বিদ্যুতের মিটার অপসারন করতে গিয়ে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছে।


শনিবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে মেলান্দহের আদবাড়ীয়া গ্রামে আব্দুস সালামের বাড়ীতে এঘটনা ঘটে। নিহত কাউসার আলম নেত্রকোনার পূর্বধলার পাইল হাটি গ্রামের আব্দুল হাদিসের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাউসার আলম (২৬) ও কবির হোসেন (২৪) দুই লাইনম্যান আদবাড়ীয়া গ্রামের আব্দুস সালামের বাড়ীতে অব্যবহৃত বৈদ্যুত্যিক সংযোগের মিটার বিচ্ছিন্ন করতে যায়। লাইন বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুতের খুটিতে উঠে লাইনম্যান কাউসার আলম। এসময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান কাউসার আলম নিহত হয়ে খুটির সাথে ঝুলে থাকে। পরে স্থানীয়রা বিদ্যুতের খুটি থেকে কাউসার আলামের মরদেহ উদ্ধার করে।


মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/ওসমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com