
শেরপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
শুক্রবার (১১ জুলাই) ভোরে নালিতাবাড়ি উপজেলার পানিহাটা এলাকার সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে দুই পুরুষ, চার মহিলা ও চারজন শিশু। তারা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর এলাকার বাসিন্দা। পরে রামচন্দ্রকুড়া বিওপি’র টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গত ২ বছর আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লীতে অবস্থান করেছিল। ভারতীয় পুলিশ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র বা ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদেরকে আটক করে গত ২-৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী হতে গৌহাটিতে নিয়ে আসে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা আজ ভোওে নালিতাবাড়ি উপজেলার পানিহাটা সীমান্তের ১১১৮/৩এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ। এ সময় সীমান্তেই বিজিবি তাদের আটক করে।
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]