
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার খলিফাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। বিয়ের কনে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বিয়েবাড়িতে অভিযান চালান।
অভিযানে বিয়ের আয়োজন বন্ধ করা হয় এবং কনের দাদা বজলুর রশিদকে বাল্যবিবাহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]