জুলাই শহীদদের মাগফেরাতে বাকৃবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০০:২০
জুলাই শহীদদের মাগফেরাতে বাকৃবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ওই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।


মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, শিক্ষা ও নৈতিকতা বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


দোয়া পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি মুনাজাতের পূর্বে বলেন, “জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যেন সত্য, ন্যায় ও ইসলামের পথে অবিচল থাকতে পারি সেই প্রার্থনা করি।”


এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখার সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, “ শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।। আল্লাহর পথে জীবন দান শুধু এই ২৪-এর আন্দোলনেই নয়, বরং ইসলাম প্রতিষ্ঠার শুরু থেকেই শুরু হয়েছে । রাষ্ট্রের কোন ধর্ম নাই, রাষ্ট্রের ধর্ম আদালত অর্থাৎ ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আজকের শহীদেরা যেই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তাদের জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। ন্যায়বিচার পূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ভাইয়েদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। আমাদের চিন্তাভাবনা মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা যে ন্যায় বিচার পূর্ণ সমাজ চাই, আমরা যেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নটা এক। যেহেতু আমাদের স্বপ্ন এক আমরা সকল বিভেদের উর্ধ্বে গিয়ে একসাথে হয়ে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ


বিবার্তা/আমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com