
চুলের যত্নে নারিকেল তেলের ব্যবহার তো অনেকেই জানেন। তবে জানেন কি, ত্বকের যত্নেও এই তেল হতে পারে আপনার ভরসার একমাত্র নাম? ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে সমৃদ্ধ নারিকেল তেল প্রাকৃতিকভাবে ত্বককে করে তোলে মসৃণ, উজ্জ্বল ও প্রাণবন্ত।
বিশেষজ্ঞরা বলছেন, এই তেল শুধু বাইরের আর্দ্রতা ধরে রাখে না, বরং ত্বকের গভীরে ঢুকে কাজ করে ভেতর থেকে। নিয়মিত ব্যবহারে ত্বকের রুক্ষতা, দাগছোপ, এমনকি বয়সের ছাপও অনেকটাই কমে যায়। চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে কেন ব্যবহার করবেন নারিকেল তেল-
ত্বকের দাগ ও লালচেভাব দূর করে
ত্বকে পুরোনো ব্রণের দাগ, সূর্যের পোড়া ছোপ বা হালকা ফোলাভাব থাকলে নারিকেল তেল হতে পারে সেরা সমাধান। এতে থাকা ভিটামিন ই এবং প্রদাহবিরোধী উপাদান ত্বকের ক্ষত নিরাময়ে সহায়ক। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে পরিষ্কার ও সমান টোনের।
বয়সের ছাপ কমায়
নারিকেল তেলের অ্যান্টি-এজিং গুণ ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না সহজে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের কোষ সজীব রাখে। বলিরেখা ও সূক্ষ্ম দাগ কমে আসতে শুরু করে নিয়মিত ব্যবহারে।
শিয়া বাটারের সঙ্গে মিশিয়ে দ্বিগুণ সুফল
নারিকেল তেলের সঙ্গে শিয়া বাটার মিশিয়ে ব্যবহার করলে ত্বকের পুষ্টি বাড়ে কয়েক গুণ। শিয়া বাটারে থাকে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন এ এবং ই, যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
ব্যবহার পদ্ধতি: এক চামচ শিয়া বাটার হালকা গরম করে তার সঙ্গে নারিকেল তেল মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এই মিশ্রণ মুখে ও ঘাড়ে লাগিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। কয়েকদিনেই ত্বকের নরম ও উজ্জ্বল পরিবর্তন বুঝতে পারবেন।
খাঁটি তেল বেছে নেওয়ার পরামর্শ
ত্বকে ব্যবহারের জন্য সবসময় খাঁটি ও প্রাকৃতিক নারিকেল তেল বেছে নেওয়া উচিত। এতে কেমিক্যাল বা কৃত্রিম সুগন্ধি না থাকা নিশ্চিত করুন।
ত্বকের যত্নে যখন খুঁজছেন একটি সহজ, প্রাকৃতিক ও দীর্ঘস্থায়ী সমাধান-তখন নারিকেল তেল হতে পারে আপনার প্রতিদিনের রূপচর্চার বিশ্বস্ত সঙ্গী। এখনই রুটিনে এই উপাদানটি যোগ করে উপভোগ করুন মসৃণ, উজ্জ্বল ও তারুণ্যভরা ত্বকের অনুভব।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]