কর্ণফুলী ইপিজেড কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৮:৫৯
কর্ণফুলী ইপিজেড কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


১১ জুলাই, শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে কেইপিজেডের জান্ট এক্সেসরিজে আগুন নিয়ন্ত্রণে আসে।


এর আগে আজ দুপুর পৌনে ৩টার দিকে আগুন ধরে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভায়।


চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আজ শুক্রবার পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।


কেইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামির হোসেন জানান, আজ শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com