
লালমনিরহাটের হাতীবান্ধায় ঋণের চাপ সামলাতে না পেরে ২ বছরের কন্যা সন্তানকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে তার বাবা হাবিবুর রহমানের বিরুদ্ধে ।
বৃহস্পতিবার (১০ জুলাই) এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চর সিন্দুর্না গ্রামের ২ নং ওয়ার্ডে।
ওই কন্যা সন্তানের বাবা হাবিবুর রহমান জানায়, অভাবের সংসার। সামান্য জমি জমা বর্গা নিয়ে চাষাবাদ করি। গত মৌসুমে ভুট্টা, পিঁয়াজ ও বাদাম চাষাবাদের জন্য ৩ জন সুদের কারবারি ও একজন বন্ধুর নিকট ৩ লক্ষাধিক টাকা সুূদ হিসেবে গ্রহণ করি। ফসল বিক্রি করে লক্ষাধিক টাকা পরিশোধ করার পরও সুদসহ আরো ৪ লক্ষাধিক টাকা সুদারুরা পায়। প্রতিদিন ওই টাকার চাপে দিশেহারা হয়ে পড়ি। কোনখানে কোন টাকা জোগাড় করার উপায় নেই। বাধ্য হয়ে বিভিন্ন মাধ্যমে ২ বছরের কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হই। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন আমার বাড়ি শিশু সন্তানটিকে নেয়ার জন্য আসে। এ বিষয়টি আমার স্ত্রীর কানে আসলে সে শিশু মেয়েটিকে বিক্রি করবে না। নিজের কাছে রাখতে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন আমার বাড়িতে আসলে এবং বাঁধা দিলে, আমি আর বিক্রি করতে পারি নাই।
ঋণের শিশুটির মা নুরনাহার বলেন, ঋণের চাপে স্বামী আমার বাচ্চা বিক্রি করার চেস্টা করে। কিন্তু কোনোভাবে আমার সন্তানকে বিক্রি করতে দেবো না।
বিষয়টি নিয়ে সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে পরিষদে ডেকে নিয়ে আসি। পাওনাদারদের সঙ্গে বসে এ বিষয়ে মীমাংসা করে দেয়ার আশ্বাস দিয়েছি। পাশাপাশি হাবিবুর রহমানের স্ত্রীর নামে ভিজিডির কার্ড করে দিয়েছি।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]