শিরোনাম
খাদিজার ওপর হামলাকারী বদরুল আদালতে
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৬:০৮
খাদিজার ওপর হামলাকারী বদরুল আদালতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে কোপানোর দায়ে ছাত্রলীগ নেতা ও কথিত প্রেমিক বদরুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে তাকে অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম শারাবান তহুরার আদালতে নিয়ে যাওয়া হয়।



বিকাল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বদরুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিচ্ছে। এর আগে হাসপাতাল থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নিয়ে আদালতে হাজির করে শাহপরান থানা পুলিশ।



শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বদরুল প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে। সে প্রেমঘটিত কারণেই খাদিজাকে কুপিয়েছে।



এর আগে মঙ্গলবার বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করে খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।



প্রসঙ্গত, সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় এমসি কলেজের পুকুর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে মাটিতে ফেলে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল ইসলাম (২৭)।
বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। ওই বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বদরুল। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমার মুনিরজ্ঞাতি গ্রামে। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।



খাদিজা সদর উপজেলার আউশা এলাকার সৌদি আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। পরিবারের সাথে সিলেট নগরীর আখালিয়া এলাকায় বসবাস করেন তিনি। এদিকে, খাদিজার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনি বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে রয়েছেন।



বিবর্তা/ খলিল/নিশি



>> কলেজছাত্রী খাদিজার অবস্থা এখনো আশঙ্কাজনক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com