শিরোনাম
কলেজছাত্রী খাদিজার অবস্থা এখনো আশঙ্কাজনক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:০৯
কলেজছাত্রী খাদিজার অবস্থা এখনো আশঙ্কাজনক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বিবার্তাকে আহত খাদিজা বেগম নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস এ তথ্য জানিয়েছেন।


প্রসঙ্গত, গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজে পরীক্ষা দিয়ে বেরোনোর পর তার কথিত প্রেমিক বদরুল আলম (২৭) খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দেয়। পরে শিক্ষার্থীদের হাত থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় পুলিশ।



আটককৃত বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী এবং শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শাবি প্রশাসন।


এদিকে, সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কোপানো তার কথিত ‘প্রেমিক’ বদরুলের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো সিলেট নগরী। এই দাবিতে গতকালের মতো আজও সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।


বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখীতে ‘সদর উপজেলার সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে একই কাতারে দাঁড়িয়ে বদরুলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগ-বিএনপির নেতারা।



মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র নামধারী বখাটে নরপশু বদরুল আলমকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে অন্য কেউ দ্বিতীয়বার ভাববে। কিন্তু তার শাস্তি যদি নিশ্চিত না হয়, তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।


এদিকে বদরুল আলমের শাস্তির দাবিতে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তারা জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক অবরোধ করেন। পরে শিক্ষকদের আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে চলে যান তারা।


সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ফজিলাতুন্নেছা বলেন, বদরুলের শাস্তির দাবিতে আমরা বিক্ষোভ করেছি। আমরা সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানাচ্ছি।


বিবার্তা/খলিল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com