মিতু হত্যা মামলা: সাত আসামির চার্জ গঠনের শুনানি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১৫:৪৫
মিতু হত্যা মামলা: সাত আসামির চার্জ গঠনের শুনানি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাত আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হয়েছে।


১৩ মার্চ সোমবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ মো.জসিম উদ্দিনের আদালতে শুনানি হয়। এর আগে বেলা ১২টার দিকে আসামি বাবুল আক্তার, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া ও মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিমকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা এহতেশামুল হক ভোলা আদালতে উপস্থিত ছিলেন।
মহানগর পিপি মো. আবদুর রশিদ বলেন, মিতু হত্যা মামলায় ৭ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হয়েছে। আদালত বিকেলে চারটায় আদেশ দিবেন।


বাবুল আক্তারের আইনজীবী শিশির মনির বলেন, আমরা এই মামলার অভিযোগ থেকে বাবুল আক্তারের অব্যাহতিসহ তিনটি আবেদন করেছিলাম। আদালত একটি আবেদন ফেরত পাঠিয়েছে। বাবুল আক্তারের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছিল। আদালত দুইটি আবেদনের আদেশ বিকেলে চারটায় দিবেন।


মামলার নথি থেকে জানা যায়, ২০ ফেব্রুয়ারি আসামিদের আদালতে হাজির না করায় অভিযোগ গঠন পিছিয়েছিল। গত ৩১ জানুয়ারি মিতু হত্যায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন্নেছা বেগমের আদালত বিচার শুরুর নির্দেশনা দিয়ে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে নথি পাঠানোর নির্দেশ দেন। গত ১১ জানুয়ারি সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলি আদেশ দিয়েছিলেন।


অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে বাবুল আক্তার, মো. মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম, শাহজাহান মিয়া ও আনোয়ার হোসেন কারাগারে। এহতেশামুল জামিনে রয়েছে। মো. কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুসা ও মো. খাইরুল ইসলাম প্রকাশ কালু নামে দুই আসামি পলাতক। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করে আদালতে ২ হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই অভিযোগপত্র গত ১০ অক্টোবর গ্রহণ করেন আদালত। ২০১৬ সালের ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু।


বিবার্তা/জাহেদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com