এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১১:০৩
এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সামরিক সহায়তা স্থগিতের পর এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেনে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে। এর ফলে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আহ্বানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ তৈরি হচ্ছে।


এর ফলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রাণহানি বেড়ে যেতে পারে। চলতি সপ্তাহে কিয়েভকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার পরপরই এই স্থগিতাদেশ জারি করা হয়।


সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমদিকে আলোচনা ভালো ভাবেই চলছিল। কিন্তু পরবর্তীতে তারা দুজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরেই ইউক্রেনের প্রতিনিধি দল নিয়ে হোয়াইট হাউজ ত্যাগ করেন জেলেনস্কি।


এই ঘটনার কয়েকদিন পরেই কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে মঙ্গলবার প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি দীর্ঘস্থায়ী শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের ‌‘শক্তিশালী নেতৃত্বে’ কাজ করতে প্রস্তুত।


মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন। হোয়াইট হাউজের ‘বাগবিতণ্ডার’ ঘটনাকে দুঃখজনক বলেও অ্যাখ্যা দিয়েছেন তিনি।


জেলেনস্কি বলেন, এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। কারণ ট্রাম্প তখন অভিযোগ করেছিলেন যে আলোচনার টেবিলে বসার জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন না জেলেনস্কি। ইউক্রেনের এই নেতা যুদ্ধ শেষ করার প্রাথমিক কিছু ধাপের কথাও তুলে ধরেন।


দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত বলে উল্লেখ করে ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমরা দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত এবং প্রথম ধাপে যুদ্ধবন্দিদের মুক্তি ও আকাশে যুদ্ধবিরতি- ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ করা এবং সমুদ্রে যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা যেতে পারে যদি রাশিয়াও একই পদক্ষেপ নেয়।


তিনি আরও বলেন, এরপর আমরা দ্রুত পরবর্তী ধাপগুলো শেষ করতে চাই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে কাজ করতে চাই।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, শুক্রবারের ওই বৈঠকটি যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি।


তিনি বলেন, এটা দুঃখজনক যে, বিষয়টি এভাবে ঘটে গেছে। এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। আমরা চাই ভবিষ্যতে সহযোগিতা ও যোগাযোগ আরও গঠনমূলক হোক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com