
রাজবাড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় মনসুরা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে সদর উপজেলার পদ্মা নদীর ধুঞ্চী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মনসুরা বেগম ধুঞ্চী গ্রামের সালাম মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পার হয়ে ছাগল আনতে যাচ্ছিলেন মনসুরা বেগম। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাস্তি শিউলি জানান,আমার চাচি রাস্তা পার হচ্ছিলেন, তখন দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। মাথায় গুরুতর আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত মাহমুদ জানান, মনসুরা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত ছিল। সম্ভবত মাথার আঘাতেই তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, মোটরসাইকেল চালককে স্থানীয়রা আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]