
ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩ মার্চ) হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তিনি শান্তির ওপর জোর দিচ্ছেন। আমাদের অংশীদারদের লক্ষ্যও তেমনটাই হওয়া উচিত। তাই আমরা আমাদের সাহায্য স্থগিত করছি এবং পর্যালোচনা করছি যাতে নিশ্চিত করা যায় যে এটি শান্তি অর্জনের কোনো অবদান রাখছে।’
এদিকে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সাহায্যের পরিমাণ এবং কতদিন পর্যন্ত তা স্থগিত করা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি। পেন্টাগন থেকেও বিস্তারিত জানানো হয়নি।
এছাড়া রয়টার্সের অনুরোধে জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এবং ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাসও থেকেও জবাব দেয়া হয়নি।
জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার বিষয়ে মার্কিন নীতির বিরোধিতা করে মস্কোর প্রতি আরও সমঝোতামূলক অবস্থান নেন। এরপর গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠকে তীব্র বাগবিতণ্ডা হয়।
ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধে ওয়াশিংটনের সমর্থনের জন্য জেলেনস্কি কৃতজ্ঞ নন বলে সমালোচনা করেন। জেলেনস্কি পরে ট্রাম্পের সঙ্গে খনিজ চুক্তি না করে হোয়াইট হাউজ ছাড়েন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]