এখন রাশিয়ার তেল রফতানির গন্তব্য চীন ও ভারত
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১:৩৭
এখন রাশিয়ার তেল রফতানির গন্তব্য চীন ও ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপ থেকে পরিবর্তন করে রাশিয়ার তেল রফতানির গন্তব্যস্থল এখন চীন ও ভারত। এপ্রিল মাসেও ভারত সবচেয়ে বেশ জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে। এতে গত মাসে ভারতের জ্বালানি তেল আমদানির ৩৬ শতাংশই এসেছে রাশিয়া থেকে। কিন্তু একই সঙ্গে রাশিয়া থেকে তেল আমদানির প্রবৃদ্ধিও কমে গেছে, মার্চে যা ছিল মাত্র ৪ শতাংশ।


ইউক্রেন সংঘাতের কারণে মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রায় দুই বছর পর বুধবার (২৭ ডিসেম্বর) উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ তথ্য জানিয়েছেন।


২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পরে রাশিয়ার তার তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।


রাশিয়ার জ্বালানি নীতির দায়িত্বে থাকা নোভাক বলেছেন, আমরা আগে ইউরোপে মোট ৪০ থেকে ৪৫ শতাংশ তেল এবং তেলজাত পণ্য সরবরাহ করতাম। চলতি বছর, আমরা আশা করছি, সংখ্যাটি মোট রফতানির চার থেকে পাঁচ শতাংশের বেশি হবে না। চীন-যার অংশ (তেল রফতানির) ৪৫ থেকে ৫০ শতাংশে বেড়েছে এবং ভারত বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রধান অংশীদার হয়ে উঠেছে। দুই বছরে ভারতে সরবরাহের মোট অংশ প্রায় ৪০ শতাংশে বেড়েছে।


বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারত পরিশোধন করার আগে এবং ইউরোপীয় গ্রাহকদের কাছে বিক্রি করার আগে রাশিয়ার কাছ থেকে বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল সংগ্রহ করতে সক্ষম হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com