৩ হাজার ৩৭৫ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ২১:০৭
৩ হাজার ৩৭৫ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি মাসের প্রথম তিন সপ্তাহে ৩ হাজার ৩৭৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেরত পাঠানো হয়েছে।


সূত্রগুলো জানিয়েছে, প্রায় ১ হাজার ৯৯১ জন পুরুষ ও ১ হাজার ৩৮৪ জন নারীকে ডিপোর্টেশন বিভাগে রেফার করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টর এই রেফার করে।


জানা গেছে, ফেরত পাঠানোদের অধিকাংশই রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘন করেছে। অন্যরা হয় প্রান্তিক কর্মী অথবা জনসম্মুখে নীতি বহির্ভূত কাজ করেছে।


সূত্র জানিয়েছে, সব গভর্নেটেই সকাল ও সন্ধ্যার ভিন্ন সময়ে এই অভিযান অব্যাহত থাকবে। একই ধরনের ঘটনায় সম্প্রতি ৩০৯ জন প্রবাসীকে গ্রেফতার করে জেনারেল ডিপার্টমেন্টে অব পাবলিক রিলেশন্স অ্যান্ড সিকিউরিটি মিডিয়া অব দ্য মিনিস্ট্রি অব ইন্টেরিয়র।


প্রতিদিন আবাসিক আইন লঙ্ঘনের কারণে অসংখ্য প্রবাসীক গ্রেফতার করছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। যাদের বেশিরভাগ আকামা আইন লঙ্ঘনকারী। কুয়েতে চলমান নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com