‘সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন কেউ ঠেকাতে পারবে না’
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৪২
‘সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন কেউ ঠেকাতে পারবে না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়ন করবে এবং কেউই এটা ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


২৯ নভেম্বর, বুধবার কলকাতায় এক জনসভায় এ কথা বলেছেন তিনি।


পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারণা শুরুর এক জনসভায় তোষণ, অনুপ্রবেশ, দুর্নীতি এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে রীতিমতো তোপ দাগান অমিত শাহ। এসময় তিনি জনগণকে মমতার সরকারকে ছুঁড়ে ফেলার এবং পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপিকে নির্বাচিত করার আহ্বান জানান।


জনসভায় বিপুল পরিমাণে মানুষের উপস্থিতি দেখে অমিত শাহ বলেন, এর মাধ্যমে বোঝা যাচ্ছে মানুষের মনোভাব পরিবর্তন হয়েছে। আগামী ২০২৬ সালে রাজ্যসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজেপি জিতবে বলেও মন্তব্য করেন অমিত শাহ।


তিনি বলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পারফরমেন্স বিধানসভা নির্বাচনে জয়ের ভিত্তি তৈরি করবে।


এসময় সিএএ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা ব্যানার্জি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে আসছে। কিন্তু কেউই এটার বাস্তবায়ন ঠেকাতে পারবে না।


বিরোধীদের কঠোর আপত্তির মুখে এই আইন এখনও বাস্তবায়ন করতে পারেনি ভারতের কেন্দ্রীয় সরকার। তবে আসন্ন লোকসভা নির্বাচনে যে সিএএ বড় একটি ফ্যাক্টর হবে, তা অমিত শাহের কথায় স্পষ্ট।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com