লেবানন থেকে ইসরায়েলে হামলা বাড়বে: হিজবুল্লাহ প্রধান
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ২২:৪২
লেবানন থেকে ইসরায়েলে হামলা বাড়বে: হিজবুল্লাহ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবানন থেকে ইসরায়েলে হামলা বাড়বে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ। তিনি বলেছেন, লেবানন ফ্রন্ট ‘সক্রিয় থাকবে।


নাসরাল্লাহ জানান, ইসরায়েলের সঙ্গে থাকা লেবানন সীমান্তে হিজবুল্লাহর অভিযানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ যুদ্ধে বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হচ্ছে।


একটি টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরায়েলে হামলার সংখ্যা ও ব্যাপকতা বেড়েছে। সেখানকার বিভিন্ন অবস্থানে আক্রমণ করা হচ্ছে।


নাসরাল্লাহ জানান, হিজবুল্লাহ বুরকান নামে পরিচিত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এ ক্ষেপণাস্ত্রটি ৩০০ কেজি থেকে ৫০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। এছাড়া লেবাননের এ সশস্ত্র গোষ্ঠীটি প্রথমবারের মতো যুদ্ধড্রোন ব্যবহার করেছে ইসরায়েলের বিরুদ্ধে।


হিজবুল্লাহ প্রধান বলেন, এই মাসের শুরুতে লেবাননের তিন মেয়ে ও তাদের দাদীকে হত্যার প্রতিশোধ হিসেবে প্রথমবারের মতো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।


তিনি জোর দিয়ে বলেন, লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখবে হিজবুল্লাহ।


এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড শেখ নাঈম কাসেম জানান, গাজায় ইসরায়েলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হবে।


তিনি বিবিসিকে বলেন, ‘এই অঞ্চলে অত্যন্ত গুরুতর ও ভীষণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর পরিণতি কেউ আটকাতে পারবে না।’


হেজবুল্লাহর ওই নেতা বলেন, ‘বিপদটা সত্যিই আসতে চলেছে। কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আগ্রাসন বাড়াচ্ছে এবং বেশি সংখ্যায় নারী ও শিশুদের হত্যা করছে।


তার কথায়, ‘এই অঞ্চলে আরও বিপদ ডেকে না এনে কি এই পরিস্থিতি চলতে পারে? আমার মনে হয় না।’


তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের হামলা বাড়লে এই অঞ্চলে যুদ্ধের ঝুঁকিও বাড়বে।


সূত্র : আল-জাজিরা, বিবিসি


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com