
সম্মান করতেন না ম্যানেজার। কাজের পরিবেশ ছিল খারাপ। অভিজ্ঞতার পাশাপাশি বিরক্তিও বাড়ছিল কর্মীর। তাই চাকরির ছাড়ার দিনটিকে অনন্যভাবে উদ্যাপন করেছেন এক কর্মচারী। ড্রাম বাজিয়ে নেচে উঠেন ম্যানেজারের সামনে।
ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। অনিকেত নামের ওই যুবক বিক্রয় সহযোগী হিসেবে চাকরি করতেন। তার নাচের সেই দৃশ্য ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন তারই বন্ধু অনীশ ভগত। খবর এনডিটিভির।
ভগত দাবি করেছেন অনিকেতের অফিসের কর্মপরিবেশ খুব 'বিষাক্ত' ছিল। যে কারণে তিনি তার তিন বছরের চাকরিটা ছেড়ে দিয়েছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে অনিকেত বলেছেন, বসের কাছে তার কোনো সম্মান ছিল না। চাকরিও ছাড়তে পারছিলেন না, কারণ- তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান।
অনিকেতের চাকরি ছাড়াকে স্মরণীয় করে রাখতে বন্ধু ভগত তার অফিসের বাইরে বন্ধুদের নিয়ে একটি ‘সারপ্রাইজ পার্টি’র আয়োজন করেন। তারা ঢোল নিয়ে আসে এবং অনিকেতের অফিসের ম্যানেজারের বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। যখন ম্যানেজার বের হয়, তখন অনিকেত হাত নেড়ে ‘সরি স্যার, বাই-বাই’ বলেন। এরপর তিনি ঢোলের তালে বসের সামনে নাচতে থাকেন। এমন কাণ্ডে ম্যানেজারের মুখেও বিরক্তির ছাপ দেয়া যায়। এ সময় তিনি ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও বন্ধ করার চেষ্টাও করেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]