
দক্ষিণ-পশ্চিম কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
২৭ এপ্রিল, শনিবার বিকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। খবর এবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ফেসবুকে এই বিস্ফোরণের কারণ উল্লেখ না করে তিনি বলেন, এই খবর শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি।
নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতদের অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য টাকা প্রদান করবে। এছাড়া, নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে কম্বোডিয়া সরকার।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]