কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পুলিশ নিহত
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১৫:১১
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এনিয়ে উপত্যকায় গত তিন দিনে টার্গেট কিলিংয়ের শিকার হলেন ৩ জন। তাদের মধ্যে দুজন পুলিশ সদস্য, আরেকজন পরিযায়ী শ্রমিক।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) হামলায় নিহত পুলিশ সদস্যের নাম গুলাম মহম্মদ দার। তিনি কারালপোরায় নিজ বাড়ির কাছে আততায়ীদের গুলিতে গুরুতর আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রয়াত গুলাম জম্মু-কাশ্মীর পুলিশের হেড কনস্টেবল ছিলেন।


এর আগে গত রবিবার মাসরুর আহমেদ ওয়ানি নামের এক পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। শ্রীনগরে একটি ইদগাহ মাঠে ক্রিকেট খেলছিলেন তিনি। সেই সময় তাকে গুলি করে বিচ্ছিন্নতাবাদীরা।


সোমবার পুলওয়ামার তুমচি নওপারা এলাকায় উত্তরপ্রদেশের বাসিন্দা মুকেশ সিং নামের এক পরিযায়ী শ্রমিককে গুলি করা হয়। হাসপাতালে মৃত্যু হয় তার। এনিয়ে পরপর তিন দিনে প্রাণ হারালেন তিনজন।


এদিকে পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে কাশ্মীর জুড়ে পুলিশ ও সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। রাস্তার প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পাশাপাশি সক্রিয় রয়েছে সেনাবাহিনীও।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com